,

সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল

Saidpur Cantonment Board High School

EST: 1978, EIIN:125206

About Us / History


png

History

**

Saidpur Cantonment Board High School

ভূমিকাঃ
সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলটি প্রথমতঃ বাঙালীপুর রেলওয়ে কলোনী প্রাথমিক বিদ্যালয় হিসেবে ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তীকালে সেনানিবাসে ইউনিট সংখ্যা বেড়ে যাওয়ায় দেশ সেবার অতন্দ্র প্রহরী সৈনিকবৃন্দের ও সেনানিবাসে কর্মরত ব্যক্তিবর্গের পুত্র/কন্যার লেখাপড়ার সুযোগ প্রদানের জন্য ১৯৭৮ সালে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হিসেবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৯ সালে জুনিয়র হাই স্কুল এবং ১৯৮০ সালে হাই স্কুল হিসেবে শিক্ষা বোর্ডের মঞ্জুরী লাভ করে। ১৯৯০ সালে প্রথম শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং ১৯৯১ সালে ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে শিশু শ্রেণি খোলার অনুমোদন লাভ করে।
প্রায় ০২ একর জমির উপর স্থাপিত এ বিদ্যাপীঠ “সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, ঢাকা সেনানিবাস” কর্তৃক পরিচালিত হয়ে আসছে।

Copyright reserved Saidpur Cantonment Board High School 2025

Developed By ZS TECHNOLOGIES